নারীদের জন্য খাদ্যর বিনিময়ে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছিলেন বেগম খালেদা জিয়া : খন্দকার মুক্তাদির

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ১২:১০ অপরাহ্ণবিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের নারীদের অগ্রগতির জন্য নিরলস ভাবে কাজ করেছেন বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু, নূন্যতম মাধ্যমিক শিক্ষা গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উপবৃত্তি প্রদান, প্রাথমিক শিক্ষায় নিম্নবিত্ত পরিবারের মেয়েদের আগ্রহ তৈরিতে ‘খাদ্যর বিনিময়ে শিক্ষা’ চালু, ধর্ষণ ও এসিড সন্ত্রাস দমন আইন প্রনয়ণ, যৌতুক বিরোধী আইন প্রনয়ণ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠনের মাধ্যমে নারী শিক্ষায় সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষকের নিয়োগে কোঠা আরোপের মাধ্যমে মেয়েদের সংখ্যা বৃদ্ধি, নারী ও শিশু নির্যাতনের বিচারের ক্ষেত্রে স্পেশাল ট্রাইবুনাল গঠন করা এবং দ্রুততম বিচারের জন্য তদন্তের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া, মহিলাদের অধিকার রক্ষা, কর্মক্ষমতাকে পূর্ণ মর্যাদায় কাজে লাগানোর লক্ষ্য ন্যাশনাল ফর উইমেন গঠন, আইন শৃঙ্খলা রক্ষায় মেয়েদের শক্তিকে কাজে লাগানোর জন্য জিয়াউর রহমানের গৃহীত পদক্ষেপ পুলিশ বিভাগে মেয়েদের অন্তভুর্ক্তি পুনরায় চালু, তৃনমূল পর্যায়ের বস্তি এলাকা, দুস্থ নারী এবং গ্রামীণ মেয়েদের ক্ষেত্রে নিজস্ব তহবিল গঠনের মাধ্যমে সল্পকালীন ঋণ পদ্ধতি চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।