পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ৪:৪৩ অপরাহ্ণপূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, ‘জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি আদায়ে আমাদের আরও সচেষ্ট হতে হবে।’
বুধবার (৯ জুলাই) রাতে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগর শাখার সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ’র সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, মহানগর শাখার সাবেক সভাপতি সুব্রত দেব, মহানগর শাখার সহ-সভাপতি নির্মল কুমার সিংহ, ঐক্য পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু, মনমোহন দেবনাথ, দীপংকর দাস, নান্টু রঞ্জন সিংহ, বিরেশ দেবনাথ, অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, জিডি রুমু, উত্তম ঘোষ, ভৈরব দেবনাথ, শংকর চক্রবর্তী শংকু, নন্দন পাল, পিনাক কান্তি কর, রকি দেব, হরিপদ দাস প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর পেশাগত জীবন থেকে অবসর গ্রহণ করায় এবং বিরেন্দ্র মল্লিক আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ও পিনাক কান্তি কর দক্ষিণ সুরমা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।