সালুটিকরে ভূমি দখলের চেষ্টা, হামলা-ধাওয়া

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৩, ৬:৩৮ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকরে ভূমি দখলে উদ্দ্যেশে হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভূমির মালিক কামরান হোসেন বাদি হয়ে বিকেলে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সালুটিকর বাজারের উত্তরপাশে তার মালিকানাধীন ভূমি দখলের উদ্দ্যেশ্যে স্থানীয় একদল দুর্বৃত্ত নির্মানাধীণ ভবনে জোরপূর্বক টিন লাগানোর চেষ্টা করে। এ সময় তিনি ও তার লোকজন বাঁধা দিলে তাদের ওপর হামলা চালায় দখলের চেষ্টাকারীরা। এ সময় বিভিন্ন ধরণের দেশিয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা ধাওয়া করে।
এ ঘটনায় সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জের কাছে একজনের নামোল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে এজাহার দিয়েছেন ভূমি মালিক নগরীর বিমানবন্দর থানা এলাকার ৫৩ পীরমহল্লার বাসিন্দা মৃত আবুল হোসাইনের ছেলে কামরান হোসেন।