হবিগঞ্জে পুকুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৩, ১:৩৯ অপরাহ্ণহবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জ শহরের একটি পুকুর থেকে পঞ্চাশোর্ধ্ব এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মে) সকালে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ শহরের বদিউজ্জামান খান সড়কের আমির চাঁন কমপ্লেক্সের পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, সোমবার সকালে পথচারী ও স্থানীয়রা ওই পুকুরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে। তারপর মরদেহের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, পুকুর থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স পঞ্চাশের উপর হবে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।