বড়লেখায় প্রবাসীর উদ্যোগে নির্মিত মসজিদের সিমানা প্রাচীর কাজে বাঁধা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলার উত্তর বাগমারা গ্রামের সৌদি প্রবাসী মো. হাসিব আলীর উদ্যোগে নির্মাণাধীন মসজিদের সিমানা প্রচীরের কাজে বাঁধা দিচ্ছে একটি পক্ষ।
সৌদি দূতাবাসের মাধ্যমে মো. হাসিব আলী গত ২৪ আগস্ট প্রবাসী সেলে বিষয়টি উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার প্রবাসী সেল ও বড়লেখা থানা পুলিশ সহযোগীতার আশ্বাস দেয়।
গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে মসজিদের সিমানা প্রচীরের কাজ শুরু হলে আবারো বাঁধা প্রদান করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বড়লেখা থানা পুলিশ। তখন এলাকার ইউপি সদস্য সুমন আহমদ ও এলাকার বিশিষ্ট মুরব্বি আমির আলী, জুনেদ আহমদ, কবির আহমদ, শাহিন আহমদ, পাবলু মিয়া, বাহার উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ছুটে আসেন।
অভিযোগকারী, সৌদি প্রবাসী মো. হাসিব আলী ফোনের মাধ্যমে জানান, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘদিন থেকে প্রবাসে থাকায় আমার সম্পত্তির উপর চোখ পরেছে ভূমি খেকোদের। আমার জায়গায় একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করি। তখন মসজিদের সিমানা প্রাচীরের কাজ করতে গেলে চেরাগ মিয়া, মনিরুজ্জামান মনিরের সাঙ্গপাঙ্গরা আবারও বাঁধা প্রদান করায় নির্মাণ সামগ্রীসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
তিনি আরো বলেন, সম্প্রতি সরকার একটি আইন করেছে, সেখানে বলা হয়েছে “দলিল যার, ভূমি তার”। প্রবাসীদের সম্পত্তি রক্ষার্থে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সাহায্য এবং সহযোগিতা কামনা করছি।