সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগের ১৫ বছরের উন্নয়ন প্রচারে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তাহিরপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূলের হাজারও নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।
তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহিনুর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার। তিনি আওয়ামী লীগ সরকারের শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবার আহ্বান করেন তিনি।