সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

জামেয়া মোহাম্মদিয়া সিলেটের মসজিদ ই বিলাল (রা:) জামে মসজিদ নির্মাণের উদ্যোগ

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ড শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে টিলারগাও ডলিয়া আখালিস্থ জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার মজলিশে শুরার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

গত সোমবার (২ অক্টোবর) মাদরাসা মিলনায়তনে শুরা সভাপতি আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়া’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হকের পরিচালনায় সভায় সর্বসম্মতিতে জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর সতন্ত্র জামে মসজিদ “মসজিদ ই বিলাল” (রা:) নির্মাণ করার সিদ্ধান্ত হয়।

সভায় বক্তব্য রাখেন জামেয়ার মজলিশে শুরার সহ সভাপতি শাবিপ্রবির প্রফেসর ড. শাহ আলম, শুরার সদস্য মাওলানা আনোওয়ার হোসাইন শেওতরপারী, হাজী মফিজ আলি মাষ্টার, তাহির আলী, হাজী ইউনুস আলী, জমির উদ্দীন, রহমত আলি, আব্দুর রাজ্জাক, জমশেদ আলি, সৈয়দ নুরুদ্দীন আহমদ, আছমত আলী, নোয়াব আলী, বাবুল মিয়া, মাওলানা সালেহ আহমদ, মাওলানা নুরুল আমিন, হাফিজ লোকমান আহমদ, মাওলানা সাইফুল আলম, ফজল মিয়া, মুতাহির আলি, হাজী ছুপু মিয়া প্রমূখ।

এছাড়াও সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, মেধাবী, এতিম শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ গঠনের লক্ষে জামেয়া মোহাম্মদিয়া সিলেট শিক্ষাদান করে যাচ্ছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হক শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বক্তরা বলেন, জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার পাশাপাশি সতন্ত্র মসজিদ “মসজিদ ই বিলাল” (রা:) জামে মসজিদ নির্মাণের উদ্যোগ প্রসংশনীয়। বক্তারা আল্লাহর ঘর মসজিদ নিমার্ণে দেশ বিদেশের দানশীল ব্যক্তিবর্গ এবং সমাজসেবীদের সহযোগীতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.