রাজনৈতিক হয়রানি মামলায়, আইনি সহায়তা দিতে বদ্ধপরিকর-আইন সহায়তা সেল

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৬:২৬ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা রাজনৈতিক পথেই মোকাবিলা করা হবে বলে জানিয়েছে আইন সহায়তা সেল, সিলেট বিভাগ।
সেলের তত্ত্বাবধায়ক জনাব রফি আহমদ চৌধুরী বলেন, বিরোধী মত ও আন্দোলন দমনের উদ্দেশ্যে বিএনপি সহ ও প্রগতিশীল গণসংগঠনগুলোর নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গণ–আন্দোলন থামানো যাবে না।
মিথ্যা অভিযোগে সুনামগঞ্জ জেলার শাল্লা থানায় দায়ের করা মামলা নং-জিআর-৬৮/২৩ইং(শাল্লা) বিএনপির কর্মি ১/মোঃ হাফিজুর মিয়া ২/।মো: আব্দুর রাজ্জাক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার এ আদেশ দেন সুনামগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত । এ সময় আইন সহায়তা সেল, সিলেট বিভাগ এর সুনামগঞ্জ জেলার আইন সহায়তা প্রতিনিধি জনাব অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন তার জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
‘রাজনৈতিক মামলায় ভুক্তভোগী নেতা-কর্মীদের’ বিনামূল্যে যে কোন আইনী সহায়তা দিতে বদ্ধপরিকর আইন সহায়তা সেল, সিলেট বিভাগ। এবং তিনি অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও হয়রানি বন্ধের দাবিও জানান।
আইন সহায়তা সেল, সিলেট বিভাগ এর তত্ত্বাবধায়ক হিসেবে অভিযোগ করেন, শাসকগোষ্ঠী গণমানুষের দাবিদাওয়া ও সংগ্রামকে বাধাগ্রস্ত করতে সব সময় হামলা-মামলা-হুলিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে। বিএনপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ওস সংগঠনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে চলমান সব রাজনৈতিক মামলার কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি।