ভোটারদের বিভ্রান্ত না হতে বললেন স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৪, ৪:৪৯ পূর্বাহ্ণ
এ আসনে ‘তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দিয়ে এমপি করা হবে, এখানে কোনো নির্বাচন হবে না’ বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অন্যতম চ্যালেঞ্জ স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন। দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহনযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিরলস কাজ করে যাচ্ছে। এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি মনে করেন, যারা নির্বাচন করছেন, সবাই আমার প্রতিদ্বন্ধী। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে।