পনিটুলা নিবাসী সমাজসেবী দীলিপ কুমার ঘোষ আর নেই

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ১১:২৩ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলা নিবাসী, পনিটুলা পঞ্চায়েত কমিটির জ্যেষ্ঠ মুরব্বী ও বিশিষ্ঠ সমাজসেবী দীলিপ কুমার ঘোষ (৭২) আর নেই। তিনি বুধবার (১৭ জানুয়ারী) দুপুর ২ টা ১৫ মিনিটে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (দ্বিব্যাং লোকাং স্ব গচ্ছতু)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজণিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে পনিটুলায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তাকে শেষবারের মতো একনজর দেখার জন্য তার মরদেহের পাশে ছুটে যান অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীরা।
তার শেষকৃত সিলেট নগরের আখালিয়া নয়াবাজার মহাশ্মশানে অনুষ্ঠিত হয়। –