সিলেটপোস্ট ডেস্ক::সিলেট প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দ।
শনিবার (২০ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সিলেট প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন- নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেট প্রেসক্লাব সহ সিলেটের সাংবাদিকদের সামগ্রিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।