ডিবির হাওড়-কেন্দ্রী হাওড় লাল শাপলা বিল পর্যটন সুরক্ষা কমিটি গঠন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৪, ১১:১৯ অপরাহ্ণমীর শোয়েব জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার পর্যটন শিল্পের ব্যাপক পরিচিত নাম ” লাল শাপলা বিল”” যা দেশ বিদেশে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। আসছে শীত মৌসুমে লাল শাপলা বিলের সৌন্দর্য ফুঁটে উঠবে, হাজার হাজার পর্যটক শাপলাবিল দেখতে আসবেন, পর্যটকদের যাতে কোন অসুবিধা না হয়, সেজন্যে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত ১৯ সদস্যের একটি পর্যটন সুরক্ষা কমিটি গঠন করা হয়। একটি অনুলিপিতে উল্লেখিত যে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জৈন্তাপুর উপজেলাধীন ০২নং জৈন্তাপুর ইউনিয়নের আওতায় ডিবির হাওড়-কেন্দ্রী হাওড় লাল শাপলা বিল পর্যটন সুরক্ষা কমিটি নিম্নোক্তভাবে গঠন করা হলো।
গঠিত কমিটি বর্ণিত শাপলা বিলের পরিবেশ রক্ষা সংক্রান্ত সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করবেন। ১৯ সদস্য এ কমিটিতে মোঃ ছয়ফুল আলম সাইফুল ( সভাপতি) ও মোঃ কালাম হোসেন ( সাধারন সম্পাদক)’র দায়িত্ব দেয়া হয়।