দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬, ১০:৪৩ অপরাহ্ণসিলেটপোষ্ট রিপোর্ট :সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ডুলকর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের আহত অর্ধশতাধিক ও বাড়ীঘর ভাংচুর। মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সাজিব মেম্বার ও তাজুল ইসলাম মেম্বারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজিব মেম্বারের লোকজন মুক্তার আলীর বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করে। এ সময় মুক্তার আলী ও তার ভাই সুলফি’র আঘাতে গুরুতর আহত হলে উভয় পক্ষের লোকজন
দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মুক্তার আলী ও তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান সত্যতা স্বীকার করে জানান, সাজিব মেম্বার ও তাজুল ইসলাম মেম্বারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫/২০জন আহত হওয়ার খবর জানতে পেরেছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।