সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় সমিতির বাস টার্মিনালের নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাজী আব্দুর রহিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনুর পরিচালনায় সভায় সংগঠনের নেতৃবৃন্দ যাত্রীসেবায় নতুন উদ্যোগ নেওয়ার ব্যাপারে আলোচনা করেন। বিশেষ করে যাত্রীদের নিরাপদ ভ্রমণ এবং সময়মত গন্তব্যে পৌঁছানোর বিষয়গুলিতে অধিক গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে, শ্রমিকদের কাজের পরিবেশ এবং নিরাপত্তা, শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুবিধা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়। আলোচনা সভায় সমিতির নেতৃবৃন্দ এবং বাস-মিনিবাস মালিকরা সক্রিয় অংশগ্রহণ করেন এবং প্রস্তাবিত উন্নয়নমূলক পদক্ষেপগুলো শিগগিরই বাস্তবায়নের আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ সভাপতি মইন উদ্দিন সুহেল, সহ সভাপতি সামছুদ্দিন বাবুধন, আবুল হাসান চৌধুরী, মোঃ হিরন মিয়া, সৈয়দ মৌরস আলী, খলিলুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক তারেক আহমদ চৌধুরী, কুহিনূর আহমদ, রুহুল আমিন রুহেল, নওয়াজিস চৌধুরী সাকি, প্রচার সম্পাদক আবুল কাসেম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মালেক শেকু, মুজিবুর রহমান চৌধুরী, হাজী তাজুল ইসলাম, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুছ, অলিউর রহমান, মকসুদ আহমদ, ময়নুল হক, সামিম আহমদ, ফরিদুর রহমান, হুমায়ুন আহমদ মাসুক, সফিকুন নুর, শেখ আবু সাঈদ প্রমুখ।