সংবাদ শিরোনাম
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, বালু বোঝাই ট্রাক জব্দ  » «   কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবী-খতমে নবুওয়াত মহাসম্মেলনে বক্তারা  » «   দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদেরকে সর্বদা নিবেদিতপ্রাণ থাকতে হবে-আব্দুল কাইয়ুম চৌধুরী  » «   সিলেট নগরীর ৪২ নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন  » «   সিলেট মহানগর কৃষক দলের সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত  » «   গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি ৪ নারী আটক  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৯৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য আটক  » «   দোয়ারাবাজারে পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি আটক ৭  » «   স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশকে অস্থিশীল করতে ষড়যন্ত্র করছে :খন্দকার মুক্তাদির  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ২১ লক্ষ টাকার অধিক চোরাই পণ্য আটক  » «   নিখোঁজের আটদিন পর কানাইঘাটে নিখোঁজ শিশু জেরিনের লাশ পাওয়া গেছে  » «   নিষিদ্ধঘোষিত সংগঠন কুলাউড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার  » «   সিলেটে সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিট’র বিক্ষোভ মিছিল  » «   দান আমাদের মানবকল্যাণে অংশগ্রহণ করা শিখায় -বিভাগীয় কমিশনার  » «   আওয়ামী শাসনামলে স্বাধীন দেশে বাংলাদেশের মানুষ ছিল পরাধীনতার নাগপাশে আবদ্ধ: কয়েছ লোদি  » «  

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ সিলেটের আমিনুল ইসলাম

সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম। একই সাথে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁদেরকে সোসাইটির গুরুত্বপূর্ণ দুটি পদে বোর্ড কর্তৃক দায়িত্ব প্রদান করা হয়।

রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম একজন বিশিষ্ট কর আইনজীবী এবং সামাজকর্মী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বহুজাতিক কোম্পানি, স্থানীয় বিনিয়োগ ব্যাংকসহ দেশের বিভিন্ন সংস্থায় নেতৃত্বস্থানীয় পদে দায়িত্বরত ছিলেন।

হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রিলাভের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং সিলেট জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। রাজস্ব ব্যবস্থাপনা অনুশীলন, অসংখ্য দাতব্য এবং সামাজিক উদ্যোগে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

তিনি যুব রেড ক্রিসেন্ট সিলেটের প্রতিষ্ঠাতা যুবপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রাণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার প্রশিক্ষণ, ট্রেসিং বিভাগ (আরএফএল), সিবিডিপি প্রকল্প এবং ব্লাড ব্যাংক সহ বিভিন্ন মানবিক কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়াও তিনি রোটারি ক্লাব অফ সিলেট প্যারাডাইসের চার্টার্ড প্রেসিডেন্ট, অ্যাসিসটেন্ট গভর্নর ও রোটারি ডিসট্রিক্ট ৩২৮২ এর সাবেক অ্যাসিসটেন্ট গভর্নর ও ডেপুটি গর্ভনর হিসেবে জোনাল পর্যায়ে বিভিন্ন দায়িত্বে ছিলেন।

আইনি ও সামাজিক কাজের বাইরেও ইসলাম স্বাস্থ্যসেবায় কাজ করছেন। সামাজিক ও মানবিক কাজে অবদানের জন্য তিনি রোটারি ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিকট থেকে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, নজরুল একাডেমি, ক্লিন গ্রিন বাংলাদেশ, রোটারি সেন্টার এবং লায়ন্স আই হাসপাতালসহ বিভিন্ন সংগঠনের আজীবন সদস্য । অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, পর্তুগাল, ইতালি, ভারত, তুরস্ক এবং মালয়েশিয়ায় বিভিন্ন ট্রেইনিং এবং আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার বিভিন্ন বিষয়ের মধ্যে সোসাইটির সার্বিক উন্নয়ন, সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ আসন্ন ৫২তম বার্ষিক সাধারণ সভা নিয়ে আলোচনা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.