শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৪, ১:৩৮ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সিলেট মহানগরের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবীর, নির্বাহী সদস্য মো. শাহীন আহমদ ও রণজিৎ সিংহ, সিনিয়র সদস্য মোহাম্মদ মহসিন, সদস্য মামুন হাসান, রায়হান উদ্দিন, রজত কান্তি চক্রবর্তী, আহমেদ জামিল, শাহীন আহমদ, জয়ন্ত কুমার দাস, মোজাম্মেল হক, রেজা রুবেল ও তারেক আহমদ প্রমুখ।