কুলাউড়া প্রতিনিধি ::কুলাউড়ায় টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. নূর মিয়া, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব মো. আব্দুল মুনিম সোহেল ও কুলাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। শনিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের আটকের পর রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।