সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, শ্রমিকদের নাজুক অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে চরিত্রহীন, স্বার্থান্বেষী ও ধোকাবাজ নেতৃত্বের পিছনে না ঘুরে খোদাভীরু, সৎ ও আদর্শ দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। ইসলামী শ্রমনীতির মাধ্যমে শ্রমিকের উন্নয়ন আসবে। তিনি আরো বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করছে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী নীতি ও আদর্শ অনুযায়ী চললে অন্যায় ও জুলুমের অবসান ঘটে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তাই বৈষম্যহীন সমাজ বিনির্মাণে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সকল পেশায় ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে সরকারের কাছে জোর দাবি জানান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের হাসপাতাল পশ্চিম থানাধীন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত শুক্রবার সকালে মীরবক্সটুলার একটি অভিজাত রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সিলেট মহানগরের হাসপাতাল থানা পশ্চিমের সভাপতি আব্দুল সাত্তার। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ-সভাপতি মিয়া মো. রাসেল ও সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মো. দিলশাদ মিয়া।
হাসপাতাল থানার সহ-সাধারণ সম্পাদক ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মো. তারেক এর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন হাসপাতাল থানার সহ-সভাপতি মো. জাবেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউনিটের সহ-সভাপতি মো. আসাদ আহমদ, হাসপাতাল থানার অর্থ সম্পাদক ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহ-সভাপতি মো. রইছ উদ্দিন, হাসপাতাল থানার সহ-অর্থ সম্পাদক ও ইবনে সিনা রিকাবী বাজার ইউনিটের সাধারণ সম্পাদক আবু হানিফ নোমান প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের হাসপাতাল পশ্চিম থানাধীন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিটের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ফেডারেশনের সিলেট মহানগরীর সাহায্য ও পুনর্বাসন সম্পাদক এবং সিলেট মহানগর হাসপাতাল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল সাত্তার। কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি ফয়েজ আহমদ হিরন, সিনিয়র সহ-সভাপতি রইছ উদ্দিন, সহ-সভাপতি আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক সৈয়দ মো. তারেক, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাফর, অর্থ সম্পাদক সিজ্জাদুর রহমান, সহ-অর্থ সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক মিন্নত আলী, সহ-প্রচার সম্পাদক সজীব আহমদ, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম, সহ-ক্রীড়া সম্পাদক রুমন ইমতিয়াজ, সমাজকল্যাণ সম্পাদক ইমন আহমেদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ আহমেদ, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক জসীম উদ্দীন, কার্যকরী সদস্য মোহাম্মদ কাইয়ুম, সাইফুল, সিরাজুল ইসলাম, রাশেদ আহমদ, বেলাল আহমদ, ইসমাইল, বিপুল দাস, জুয়েল আহমদ, কাজল দাস, বিপুল, শামীম আহমদ, শাহ আলম ও দেলোয়ার হোসেন।-