বিমানবন্দর থানা যুব জমিয়তের কমিটি গঠন সভাপতি রেজওয়ান,সেক্রেটারি আব্দুল কাইয়ুম

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা কবীর আহমদ।
বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিমানবন্দর থানা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ,মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার,প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম,ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদুল হক উমামা,কোতোয়ালি থানা যুব জমিয়তের সেক্রেটারি মুফতি নোমান বিন আফসার প্রমুখ।
বৈঠকে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরীকে
সভাপতি,মাওলানা আব্দুল কাইয়ুম মামুনকে সাধারণ সম্পাদক ও মাওলানা দিলাওয়ার হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।
পরিশেষে বিমানবন্দর থানা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ এর মোনাজাতের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি হয়।