পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : মিফতাহ্ সিদ্দিকী

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫, ১:৪৬ পূর্বাহ্ণ
বৃহষ্পতিবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপার বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।
তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা ঘরে ঘরে যান, মানুষের কাছে ৩১ দফার সারসংক্ষেপ পৌঁছে দিন, গুজব ও বিভ্রান্তির জবাব দিন তথ্য–প্রমাণ দিয়ে। কারন দেশের সর্বস্তরের মানুষ আজ বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ, তাই একটি চক্র বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিত ভাবে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশকে আবারও সবার জন্য নিরাপদ, ন্যায়ভিত্তিক এবং সমান সুযোগের দেশে গড়ে তুলতে ধানের শীষের বিকল্প নেই। আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করি—ভোটের মাঠে ঐক্যবদ্ধ থাকি, ৩১ দফা বাস্তবায়নের পথ প্রশস্ত করি এবং ধানের শীষকে বিজয়ী করে বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যাই।
তিনি আরো বলেন, প্রাকৃতিক সৌন্দর্য আর খনিজ সম্পদে ভরপুর এই গোয়াইনঘাট উপজেলা। আল্লাহ তায়ালার দেয়া এই নিয়ামতকে সঠিক ব্যবহার করতে হবে। প্রকৃতিকে সমুন্নত রেখে একটি পরিবেশবান্ধব পরিকল্পনার মাধ্যমে খনিজ সম্পদকে কাজে লাগাতে হবে। এতে করে রাষ্ট্র যেমন রাজস্ব পাবে তেমনি আমদানি নির্ভরশীলতাও কমবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। বিগত ১৭ বছর থেকে এই গোয়াইনঘাটের কোন উন্নয়ন হয়নি। চাটার দল উন্নয়নের নাম সব লুটেপুটে খেয়েছে। বিএনপি জনগনের দল, তাই সব সময় জনগনের কল্যাণে কাজ করে। দেশের কোন জনগোষ্ঠীকেই বাদ দিয়ে কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তাই বিএনপি পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব মদরিস আলী, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মনির উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, বিএনপি নেতা আব্দুল মনাফ, যুবদল নেতা জাকারিয়া ইকবাল, হাবিবুর রহমান হাবিব, আলিম উদ্দিন দুর্জয়, রিয়াজ উদ্দিন ইমরান, আব্দুর রহমান, বদরুজ্জামান, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম, মোশাহিদ আলী, নাসির উদ্দিন, নাসির উদ্দিন পিন্টু, ফজলুল হক, কয়েস আহমদ, সাহেদ আহমদ, ছাত্রদল নেতা সাহেদ আহমদ, নাহিদুল হক, আবুল কালাম, শ্রমিক দল নেতা
প্রমূখ।
এর আগে তিনি গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের খলামাধব জামে মসজিদে জোহরের নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। এর পরে মদিনাতুল উলুম খলামাধব মাদ্রাসার পরিচলনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
মদিনাতুল উলুম খলামাধব মাদ্রাসার সভাপতি চৌধুরী মোহাম্মদ শাহজামানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
বক্তব্য রাখেন- মাদ্রাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিন ও মাদ্রাসার শিক্ষক মনতাজ মাহমুদ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র রিজওয়ান আহমদ ও নাসিদ পরিবেশন করেন নুর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মদরিস আলী, ডা. নুরুল হক, নুর মিয় মেম্বার, নুরুল ইসলাম, লালা মিয়া, আব্দুল মনাফ, লালা মিয়া, আব্দুল মানিক, শামীম আহমদ, যুবদল নেতা সেলিম আহমদ, আব্দুল্লাহ, হোসন আহমদ, চান মিয়া, নাসির উদ্দিন, শ্রমিক দল নেতা সেলিম উদ্দিন, জসিম উদ্দিন, জিয়া পরিষদ নেতা আব্দুস সাত্তার, আব্দুল ওয়াহিদ, জিয়া উদ্দিন প্রমূখ।