সিলেটপোস্টরিপোর্ট:নিখোঁজের ২ মাস পর বিএনপির যুগ্ম-মহাসচিব ও ২০ দলীয় জোট-এর মুখপাত্র সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-কে ফিরে পাওয়ায় শোকরানা ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।গতকাল বাদ মাগরিব নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে উক্ত শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিনকে ফিরে পাওয়ায় আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে তাঁর আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলী, ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর চৌধুরী আলম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আনিছুর রহমান খোকন, সিলেট জেলা ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ী চালক আনসার আলী সহ গুম হওয়া সকল নেতাকর্মীদের সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।