নিজস্ব প্রতিবেদক: সিলেটের রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে। ওই দিন বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে, শিশুদের সুপ্ত মেধার বিকাশে এবং তাদের সৃষ্টিশীল উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলা বৃহস্পতিবার ও শুক্রবার চলবে।