সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

শুক্রবার মুক্তি পাচ্ছে অচেনা হৃদয়

ochana-ridoy-Cnnbd-150x150বিনোদন ডেস্ক :আগামী ২২ মে, শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ইমন, প্রসূন আজাদ ও এ বি এম সুমন অভিনীত ‘অচেনা হৃদয়’। ছবিটি পরিচালনা করেছেন এস আই খান। গত ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছিল। গত বছরের ২ অক্টোবর সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পেয়ে এখন মুক্তির অপেক্ষায়।
ছবির গল্পে দেখা যাবে, সুমন ও প্রসূন একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সুমন একটু মাস্তান ধরনের ছেলে। কিন্তু নিজের ভালোবাসার কথা প্রসূনকে জানানোর মতো সাহস তাঁর নেই। একদিন বিশ্ববিদ্যালয়ে মারামারির সময় প্রসূনের সঙ্গে সুমনের চোখাচোখি হয়। মারামারি করতে দেখে সুমনের প্রতি প্রসূনের একধরনের ঘৃণা জন্মায়। সেই ঘৃণাকে কি সুমন ভালোবাসায় রূপান্তর করতে পারবেন!
লাক্স সুন্দরী প্রসূন আজাদের দ্বিতীয় ছবি এটি। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হয়েছিলেন প্রসূন। ‘সর্বনাশা ইয়াবা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রসূন চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। লাক্স সুন্দরী হওয়ার আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ নাটকে রুবিনা চরিত্রে কাজ করেছিলেন তিনি। এ ছাড়া ছোটবেলায় তিনি বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
‘অচেনা হৃদয়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে নায়ক এ বি এম সুমনের। মিডিয়ায় যাত্রা শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। মার্শাল আর্টে দক্ষ সুমন তাঁর সুঠাম শরীর ও আকর্ষণীয় চেহারার কারণে দ্রুত নজর কাড়তে সক্ষম হয়েছেন। আড়ং, এক্সট্যাসি, ইজিসহ বিভিন্ন ফ্যাশন হাউসের বিলবোর্ডে তিনি পরিচিত মুখ। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন সুমন।
সুমন দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করেছেন। এ কারণে দেশীয় নির্মাতাদের সঙ্গে অনেক সময় তাঁর যোগাযোগের সীমাবদ্ধতা রয়েছেও বলে তিনি মনে করেন। সুবর্ণা মুস্তফা ও শমী কায়সারের বিপরীতে অভিনয় করা তাঁর স্বপ্ন। অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করতে বেশি আগ্রহী সুমন।
তিনি আরও বলেন, ‘ছবিটি দেশের বাইরেও মুক্তি পাবে। জুনের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়ায় ছবিটি মুক্তি পাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.