সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

শুক্রবার মুক্তি পাচ্ছে অচেনা হৃদয়

ochana-ridoy-Cnnbd-150x150বিনোদন ডেস্ক :আগামী ২২ মে, শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ইমন, প্রসূন আজাদ ও এ বি এম সুমন অভিনীত ‘অচেনা হৃদয়’। ছবিটি পরিচালনা করেছেন এস আই খান। গত ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছিল। গত বছরের ২ অক্টোবর সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পেয়ে এখন মুক্তির অপেক্ষায়।
ছবির গল্পে দেখা যাবে, সুমন ও প্রসূন একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সুমন একটু মাস্তান ধরনের ছেলে। কিন্তু নিজের ভালোবাসার কথা প্রসূনকে জানানোর মতো সাহস তাঁর নেই। একদিন বিশ্ববিদ্যালয়ে মারামারির সময় প্রসূনের সঙ্গে সুমনের চোখাচোখি হয়। মারামারি করতে দেখে সুমনের প্রতি প্রসূনের একধরনের ঘৃণা জন্মায়। সেই ঘৃণাকে কি সুমন ভালোবাসায় রূপান্তর করতে পারবেন!
লাক্স সুন্দরী প্রসূন আজাদের দ্বিতীয় ছবি এটি। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হয়েছিলেন প্রসূন। ‘সর্বনাশা ইয়াবা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রসূন চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। লাক্স সুন্দরী হওয়ার আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ নাটকে রুবিনা চরিত্রে কাজ করেছিলেন তিনি। এ ছাড়া ছোটবেলায় তিনি বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
‘অচেনা হৃদয়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে নায়ক এ বি এম সুমনের। মিডিয়ায় যাত্রা শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। মার্শাল আর্টে দক্ষ সুমন তাঁর সুঠাম শরীর ও আকর্ষণীয় চেহারার কারণে দ্রুত নজর কাড়তে সক্ষম হয়েছেন। আড়ং, এক্সট্যাসি, ইজিসহ বিভিন্ন ফ্যাশন হাউসের বিলবোর্ডে তিনি পরিচিত মুখ। এ ছাড়া বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন সুমন।
সুমন দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করেছেন। এ কারণে দেশীয় নির্মাতাদের সঙ্গে অনেক সময় তাঁর যোগাযোগের সীমাবদ্ধতা রয়েছেও বলে তিনি মনে করেন। সুবর্ণা মুস্তফা ও শমী কায়সারের বিপরীতে অভিনয় করা তাঁর স্বপ্ন। অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করতে বেশি আগ্রহী সুমন।
তিনি আরও বলেন, ‘ছবিটি দেশের বাইরেও মুক্তি পাবে। জুনের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়ায় ছবিটি মুক্তি পাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.