ভেড়ামারায় বৃদ্ধা মাতা কে পেটালো কুলাঙ্গার সন্তান

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫, ১০:১২ পূর্বাহ্ণসিলেট পোষ্ট রিপোর্ট : কুষ্টিয়ার ভেড়ামারায় অসহায় বৃদ্ধ মাতা কে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করেছে তারই কুলাঙ্গার সন্তান মনিরুল ইসলাম ওরফে সাপু। বৃদ্ধ মাতা তহুরা বেগম (৬০) বর্তমানে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র বেডে শুয়ে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। সে ভেড়ামারার ফারাকপুর গ্রামের আমির হোসেন’র স্ত্রী। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত করা হয়েছে। তবে এখনো গ্রেফতার হয়নি ওই কুলাঙ্গার সন্তান মনিরুল। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ভেড়ামারার ফারাকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
লিখিত অভিযোগে জানা গেছে, বৃদ্ধ মাতা তহুরা বেগম পাশের একটি বাড়িতে এক রুগীকে ড্রেসিং করাতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারই কুলাঙ্গার পুত্র মনিরুল ইসলাম সাপু এবং তার স্ত্রী নাজমা খাতুন পূর্ব শুত্রুতার জের ধরে তার গতিরোধ করে রাতের অন্ধকারে হত্যার উদ্দ্যেশে বেধড়ক মারপিট শুরু করে।
তাদের হাতে থাকা বাটাম দিয়ে বৃদ্ধ মাতার হাতের বাহু, কনুই’র নীচে মাজায়, হাটুতে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত, ফোলা কালশীরা জখম করে। এসময় তার গলায় থাকা একটি সোনার চেইনও ছিনিয়ে নিয়ে যায় ওই কুলাঙ্গার। আচমকা আক্রমনের ফলে হতভম্ব হয়ে পড়ে বৃদ্ধ মাতা তহুরা বেগম। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বর্তমানে বৃদ্ধ মাতা এখন হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন গ্রেফতার হয়নি ওই কুলাঙ্গার পুত্র সাপু এবং তার স্ত্রী নাজমা খাতুন। বৃদ্ধ মাতা তহুরা বেগম উপর হামলাকারী ওই কুলাঙ্গারদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেছে স্থানীয়রা।