সিলেট পোষ্ট রিপোর্ট : রাজনীতিতে নেমছেন চিত্রনায়িকা মৌসুমী। রাজনীতিতে তিনি একজন সক্রিয় নেত্রী। মানুষের দ্বারে দ্বারে ঘুরে তিনি ভোট প্রার্থনা করবেন বলেই জানিয়েছেন দিলশাদুল হক শিমুল। ভাবছেন কে এই দিলশাদুল হক শিমুল? ওহ হো, তিনি হচ্ছেন নতুন একজন পরিচালক। আর এই তিনিই নির্মাণ করছেন ‘লিডার’ নামে একটি সিনেমা। আর সেই সিনেমাতেই মৌসুমী একজন সক্রিয় রাজনীতিবীদ। সিনেমাটিতে মৌসুমীকে একজন সক্রিয় নারী নেত্রী হিসেবে দেখা যাবে। ছবিতে তিনি সাধারণ মানুষের দরজায় দরজায় যাবেন ভোট প্রার্থনা করবেন এবং প্রতিপক্ষের সমস্ত ঘাতপ্রতিঘাত আর প্রতিহিংসাকে মোকাবিলা করে তিনি রাজনীতিবিদ হিসেবে সফলতা লাভ করবেন। ‘লিডার’ ছবিতে মৌসুমীর নায়ক ওমরসানী। ছবিতে আরও রয়েছেন ফেরদৌস, মতিন রহমান, আহমেদ শরীফ, সোহেল খানসহ অনেকেই।