সংবাদ শিরোনাম
সিলেটে আট তরুণ-তরুণীকে আটক করে বিয়ে নিযে সোশ্যাল মিভিযায তোলপাড়  » «   রিজেন্ট পার্ক রিসোর্ট থেকে ১৬ তরুণ-তরুণীকে আটক করে বিয়ে দিয়েছে এলাকাবাসী  » «   খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না: মির্জা ফখরুল  » «   খাদিমপাড়া ইউনিয়নের সিরাজনগরে নিরাপদ পানি ব্যবস্থাপনা নেটওয়ার্কের উদ্বোধন  » «   সুনামগঞ্জের ধোপাজান নদীতে ৬টি বালুভর্তি নৌকা আটক  » «   ৪৫ বৎসর পর রুট শিন্নি অনুষ্টান পালন করল মিটাভরাং মজলিশপুরবাসী  » «   সিলেট বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ  » «   তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় সভা  » «   দেশের কৃষকদের উন্নয়নে শহীদ জিয়া অবদান অপরিসিম: আনিসুল হক  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  » «   মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক  » «   দোয়ারাবাজারে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি  » «   সমাজ সেবক ও প্রবাসী কমিউনিটি নেতা কাদিরকে সংবর্ধনা প্রদান  » «   সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন-সম্পাদক নাসির উদ্দিন  » «   দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «  

ওসমানী নগরে প্রবাসীর ভূমি দখলে মরিয়া একটি চক্র

11122-copy2সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের বালাগঞ্জ উপজেলায় ভূমি মালিক প্রবাসে থাকার সুবাদে এলাকার ভূমিখেকোচক্র প্রবাসীর সম্পত্তি আত্বসাৎ করার চেষ্টা করছে। একটি চক্র জাল দলিল তৈরী করে ভূমি দখলে মরিয়া হয়ে উঠেছে। ভূমি রর্ক্ষাথে প্রবাসীর নিকট আত্মীয় এগিয়ে আসলে তাদেরকে ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে ঐ  ভূমিখেকোচক্র।জানা যায় ওসমানী নগর থানার রায়শ্রদ্ধা গ্রামের গৌছ মিয়া বিগত ১৯/০৭/৭৭ইং তারিখে তাজপুর সাবরেজিষ্টারী অফিসে ৪০৯৯ নং রেজিষ্টারী দলিলে সোনাতিতা গ্রামের মৃত ছমদ উল্লা এর পুত্র মিয়াধন উল্লা এ্বং রফিক উল্লা উভয় এর নিকট ভূমি বিক্রি করেন। যার ফলে ভূমির দখল নিয়ে মিয়াধন উল্লা এবং রফিক উল্লা সকলের জানামতে শান্তিপূর্ণ ভোগদখল করে আসছেন। অথচ একই ইউনিয়নের সোনাতিতা (রায়শ্রদ্ধা) গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র মাসুক মিয়া, মাসুক মিয়ার পুত্র আলমগীর মিয়া, আব্দুল ওয়াহিদ এর পুত্র আজাদ মিয়া,ইমন মিয়া, মৃত রইছ উল্লাহর পুত্র খালিছ মিয়া, মৃত তছিম উল্লাহর মেয়ে পিয়ারা বেগম, কলছুমা বেগম, মৃত ইছিম উল্লাহর ছেলে লিলু মিয়া, নুনু মিয়া, ফারুক মিয়া, মৃত আব্দুল মনাফের এর পুত্র মানিক মিয়া, মৃত আব্দুল জব্বার এর ছেলে কাদির মিয়া, এবং মির্জা শহিদপুর গ্রামের আব্দুল কাইয়ুম চৌধুরী, কুতুবপুর গ্রামের কাওছার আহমদ গণ পরস্পর আত্মীয়, দলবদ্ধ,জালিয়াত ও প্রতারক প্রকৃতির লোক। এরা সবাই সহ দলিল লেখক মিলে মৌজা-একাসনী জে-এল নং এস, এ ১০৯ এবং বি,এস জেএল নং-১০৬ স্থিত এস,এ খতিয়ান নং ৪ বি,এস ডিপি খতিয়ান নং-২০৭, এস এ দাগ নং ৭১৮, বি,এস দাগ নং ৭৭৮ ভূমির পরিমাণ ০.০৬ শতক সাইল রকম ভূমি এবং এস.এ খতিয়ান নং৪ বি.এস/ডি.পি খতিয়ান নং ২০৭, এস .এ দাগ নং-৭২৯,বি.এস দাগ নং- ৫শতক এবং একই মৌজা ২০৭ নং খতিয়ান এর বি.এস দাগ নং ৭৭৮,০.০৩৫০ একর, ও ০.০১২৫ একর ভূমি সাইল রকম ভূমি বেআইনীভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে উক্ত চক্র একজোট হয়ে পরস্পর একে অন্যকে প্ররোচিত করে তাজপুর সাবরেজিষ্টারী অফিসে ১০৬ নং দলিল তাং- ২৮/০১/১৩ইং বেআইনীভাবে একটি জাল দলিল তৈরি করে। যার মাধ্যমে অত্র ভূমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে।উপরোক্ত মিয়াধন্ উল্লা এবং রফিক উল্লাহ আপন ভাই  এবং বিলাত প্রবাসী হওয়ায় ১নং আসামী মাসুক মিয়াকে দেখাশুনা করার জন্য দায়িত্ব দেন।  এই সুযোগে ১নং আসামী মাসুক মিয়া মিথ্যাভাবে তফশীল বর্ণিত ভূমি ৫নং ও ৬নং কে ভূমি মালিক বলে প্রকাশ করে ৫নং ও ৬নং আসামীগণকে বিক্রেতা এবং উক্ত আসামী মাসুক মিয়া গং ক্রেতা হইয়া সকল আসামীগণ যোগাযোগীমূলে উক্ত দলিল সৃষ্টি করেন।বিগত ২৮/০৫/২০১৫ইং তারিখে ১নং হইতে ৪নং আসামীগণের সহিত উক্ত দলিল সম্পর্কে জিজ্ঞসাবাদ করলে আসামীগণ মারাত্মক অস্ত্র- শস্ত্র নিয়া আমাকে খুন করবে বলে হুমকি দেন। এমতাবস্থায় মিয়াধন উল্লার ভূমি রক্ষা করতে মাননীয় সিনিয়র বিচারীক হাকিম ১ম আদালত সিলেট এ দরখাস্ত মামলা ১০৩/২০১৫, ১০২/২০১৫, দায়ের করা হয়েছে। বর্তমানে বিচারাধিন রয়েছে। এব্যাপারে মিয়াধন উল্লার আত্মীয় মানিক মিয়া ভূমি এবং তার জীবন রর্ক্ষাথে গত ৯ জুন সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছেন।এমতাবস্থায় ্উপরিউক্ত তথ্যাদি সুষ্ট তদন্তপূর্বক ভূমিখেকো চক্রের কবল থেকে প্রবাসী মিয়াধণ উল্লাহর ভূমি রক্ষা সহ জালিয়াত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সদয় সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীমহল।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.