সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এ তিন তাস খেলা নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে নির্মম নির্যাতন করে হত্যার চেষ্ঠা করা হয়েছে । আহত এই সাংবাদিক সিলেট এমএজিওিসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । আহত সাংবাদিক হলেন জাতিয় দৈনিক নতুন ভোর ও অনলাইন পোর্টাল হিলি বার্তার গোয়াইনঘাট প্রতিনিধি আবু ছালাম আজাদ ।সূত্রে জানাযায়, চলতি বছরের ৪ নভেম্বর দৈনিক নতুন ভোর ও অনলাইন পোর্টাল হিলি বার্তায় তিন তাসে প্রতারণার শিকার জাফলংয়ে আগত পর্যটকরা ” শিরোনামে সংবাদ প্রকাশ করেন আহত সাংবাদিক আবু ছালাম আজাদ ।এরই জের ধরে ৭ নভেম্বর বিকাল ৫ টায় স্থানিয় সন্ত্রাসি ও তিন তাসের প্রশ্রয়দাতারা ঐ সাংবাদিককে তার অফিস থেকে তুলে নিয়ে গিয়ে দেশিয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিঠ করে আহত করে । এক পর্যায়ে তাকে প্রাণে হত্যার জন্য গলায় দড়ি পেছিয়ে শ্বাস রুদ্ধ করে প্রাণে হত্যার চেষ্ঠা করে ।ঐ সাংবাদিকের শোর চিৎকারে পার্শ্বের মসজিদ থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন । বর্তমানে সিওমেকহাতে চিকিৎসাধীন রয়েছে ।