সংবাদ শিরোনাম
নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১-আহত ৫  » «   নবীগঞ্জে আগুনে পুড়ে ১টি বসত ঘর ছাই! প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি  » «   সিলেটে হিটস্ট্রোকে শফিকুল ইসলাম নামে এক পথচারি মারা গেছেন  » «   সাংবাদিকের উপর হামলা: চেয়ারম্যান কারাগারে  » «   সিলেটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ  » «   সুনামগঞ্জের ডলুরায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন  » «   তিন দিনের সফরে সিলেট আসছেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী  » «   সিসিকের হোল্ডিং ট্যাক্স সাধারণ মানুষের উপর ‘মরার উপর খাড়ার ঘা’-সিলেট জেলা বিএনপির   » «   প্রেমের টানে চলে আসা দুই সন্তানের জননী খাসিয়া নারীকে ভারতে ফেরত  » «   সিলেটে বিএনপির আরো ১৫ নেতা-নেত্রী বহিস্কার  » «   হুট করেই ছুটি বাতিল করায় পক্ষে বিপক্ষে শনিবারের ক্লাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া।  » «   মহান মে দিবসে সিলেট সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালি  » «   উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জে রলাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের  » «   নগরের হাজারিবাগ এলাকার পেছনের মাঠ থেকে উত্তরপূর্ব পত্রিকার আমিতের মরদেহ উদ্ধার  » «   কাউন্সিলর রফিক ও রাসনা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় নাটক সাজাচ্ছেন-মেয়র মুহিবুর  » «  

বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যানের উপর হামলা, গুলি, আহত অর্ধশত

10সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান সুহেল চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ হামলার ঘটনা ঘটে। এর জের ধরে বিকেল ৪টার দিকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পক্ষ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা শুরু হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসারসহ পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেল ৩টার দিকে উপজেলা চেয়ারম্যান সুহেল চৌধুরী এলাকার উন্নয়ন বন্টন নিয়ে বক্তব্য দেয়ার সময় আপত্তি জানান ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন।এসময় আচমকা কয়েকজন যুবক উপজেলা হলরুমে অনুষ্ঠিত ওই সভায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুহেল চৌধুরীর উপর হামলা চালায়। হামলায় সুহেল চৌধুরী ও বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়াসহ ৫ জন আহত হন।ওই হামলার ঘটনায় বিকেল ৪টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা। মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্বনাথ নতুন বাজারস্থ গোলচত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জানাইয়া গ্রামের আহমেদ নুর উদ্দিনকে নিয়ে কটুক্তি করা হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন জানাইয়া গ্রামবাসী।প্রতিবাদ সভা শেষে ফের মিছিলটি বিশ্বনাথ পুরান বাজারের দিকে যাওয়ার সময় জানাইয়া গ্রামবাসী ধাওয়া করেন। এসময় উপজেলা চেয়ারম্যান সুহেল চৌধুরীর সমর্থক ও তার নিজ গ্রাম কারিকোনার লোকজন জানাইয়া গ্রামবাসীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে সরে যায় থানা পুলিশ। প্রায় আধা ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় ইট-পাটকেলের আঘাতে পথচারীসহ অর্ধশতাধিক আহত হন। পরে শর্টগানের ১১ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।আহতদের মধ্যে রয়েছেন জয়নাল মিয়া, শাহিন, ওয়াসিম, জুনাব আলী, রুমেল, সাজন, জিতু, লিটন, সমর, খালিক প্রমুখ।এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, ‘পরিষদের সভা চলাকালীন সময়ে ভাইস-চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে সভায় হামলা চালিয়েছে।’ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন বলেন, ‘উপজেলার কোনো প্রকল্প আমাদের (ভাইস চেয়ারম্যানদের) দেয়া হয়নি। সকল প্রকল্প উপজেলা চেয়ারম্যান আত্মসাৎ করছেন। আজ বৃহস্পতিবার পরিষদের সভায় আমরা এ নিয়ে প্রতিবাদ জানাই। এক পর্যায়ে চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে হট্টগোল হয়। তবে চেয়ারম্যানের উপর কে বা কারা হামলা করেছে, তা আমার জানা নেই।’
তিনি বলেন, ‘চেয়ারম্যানের অনুসারীরা জানাইয়া গ্রামবাসীকে কটুক্তি করায় আমরা তাদের প্রতিহত করেছি।’বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ১১ রাউন্ড গুলি ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, সমন্বয় সভায় এ ধরনের ঘটনা দুঃখজনক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.