সংবাদ শিরোনাম
ছাতকে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে কন্ঠশিল্পী পাগল হাসান নিহত  » «   সুনামগঞ্জের জামালগঞ্জে মায়ের সম্পত্তি নিয়ে ছোটভাইয়ের হাতে বড়ভাই নিহত,আটক-২  » «   দিরাইয়ে বজ্রপাতে দুইজন কৃষকের মৃত্যু  » «   পরিবেশ অধিদপ্তরের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহবান  » «   সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা  » «   ঈদের শুভেচ্ছা জানালেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি’র সভাপতি শেখ লুৎফুর  » «   পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ-সিনিয়র জেলা ও দায়রা জজ  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  » «   সুনামগঞ্জে কালবৈশাখীর ঝড়ে ৭শতাধিক কাচা ঘরবাড়ি,২ শতাধিক দোকান লন্ডভন্ড  » «   হবিগঞ্জে চাল্যকর ছোবহান হত্যা মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯  » «   নবীগঞ্জে ৬ বছরে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ! ধর্ষনকারী আনহারকে আটক   » «   ফ্যাসিস্ট ডামি সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে :কাইয়ুম চৌধুরী  » «   বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল  » «   সিলেটে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  » «  

বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যানের উপর হামলা, গুলি, আহত অর্ধশত

10সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান সুহেল চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ হামলার ঘটনা ঘটে। এর জের ধরে বিকেল ৪টার দিকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পক্ষ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা শুরু হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসারসহ পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেল ৩টার দিকে উপজেলা চেয়ারম্যান সুহেল চৌধুরী এলাকার উন্নয়ন বন্টন নিয়ে বক্তব্য দেয়ার সময় আপত্তি জানান ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন।এসময় আচমকা কয়েকজন যুবক উপজেলা হলরুমে অনুষ্ঠিত ওই সভায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুহেল চৌধুরীর উপর হামলা চালায়। হামলায় সুহেল চৌধুরী ও বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়াসহ ৫ জন আহত হন।ওই হামলার ঘটনায় বিকেল ৪টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা। মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্বনাথ নতুন বাজারস্থ গোলচত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জানাইয়া গ্রামের আহমেদ নুর উদ্দিনকে নিয়ে কটুক্তি করা হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন জানাইয়া গ্রামবাসী।প্রতিবাদ সভা শেষে ফের মিছিলটি বিশ্বনাথ পুরান বাজারের দিকে যাওয়ার সময় জানাইয়া গ্রামবাসী ধাওয়া করেন। এসময় উপজেলা চেয়ারম্যান সুহেল চৌধুরীর সমর্থক ও তার নিজ গ্রাম কারিকোনার লোকজন জানাইয়া গ্রামবাসীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে সরে যায় থানা পুলিশ। প্রায় আধা ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় ইট-পাটকেলের আঘাতে পথচারীসহ অর্ধশতাধিক আহত হন। পরে শর্টগানের ১১ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।আহতদের মধ্যে রয়েছেন জয়নাল মিয়া, শাহিন, ওয়াসিম, জুনাব আলী, রুমেল, সাজন, জিতু, লিটন, সমর, খালিক প্রমুখ।এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, ‘পরিষদের সভা চলাকালীন সময়ে ভাইস-চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে সভায় হামলা চালিয়েছে।’ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন বলেন, ‘উপজেলার কোনো প্রকল্প আমাদের (ভাইস চেয়ারম্যানদের) দেয়া হয়নি। সকল প্রকল্প উপজেলা চেয়ারম্যান আত্মসাৎ করছেন। আজ বৃহস্পতিবার পরিষদের সভায় আমরা এ নিয়ে প্রতিবাদ জানাই। এক পর্যায়ে চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে হট্টগোল হয়। তবে চেয়ারম্যানের উপর কে বা কারা হামলা করেছে, তা আমার জানা নেই।’
তিনি বলেন, ‘চেয়ারম্যানের অনুসারীরা জানাইয়া গ্রামবাসীকে কটুক্তি করায় আমরা তাদের প্রতিহত করেছি।’বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ১১ রাউন্ড গুলি ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, সমন্বয় সভায় এ ধরনের ঘটনা দুঃখজনক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.