কমলগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৫, ১১:১৩ পূর্বাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট :নারী নির্যাতন নির্মুলকরণে প্রচারাভিযান প-২০১৫ উপলে কমলগঞ্জে ব্র্যাক এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা আড়াইটায় জালালীয়াস্থ ব্র্যাক কার্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচীর ব্যবস্থাপক আসমা বেগম, ওয়াশ কর্মসূচী ব্যবস্থাপক আমরুজ্জামান, প্রগতি কর্মসূচী ব্যবস্থাপক সাইফুল ইসলাম, পেইস কর্মসূচী ব্যবস্থাপক আফরোজা বেগম, হিসাব বিভাগ ব্যবস্থাপক নজরুল ইসলাম, দাবী ব্যবস্থাপক এস.কে বিকাশ দেব।