নিজস্ব প্রতিবেদক : নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় ১২ বছরের এক শিশু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুর ১২টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রায়হোসেন দিগন্ত ৩৫ নম্বর রিয়াজ উল্লাহ ওয়াকফ এস্টেটের জমিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রমজান মিয়া (১২) এ বাসার ভাড়াটে হাবিব মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে রমজান। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। খবর পেয়ে বেলা ১টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।