ব্রিটেনের পূর্ণাঙ্গ মন্ত্রী হচ্ছেন সিলেটের রুশনারা আলী!
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৫, ৩:৪৯ অপরাহ্ণসিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৫, ৩:৪৯ অপরাহ্ণ
সিলেটপোস্ট রিপোর্ট : আগামী ৭ মে নির্বাচন, বলতে গেলে আর এক সপ্তাহও বাকি নেই। শেষ মুহুর্তেও প্রচার প্রচারণায় তুঙ্গে ব্রিটেনের সাধারণ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা। দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশী বংশোদ্ভূদ ১১ প্রার্থী। লন্ডনের প্রধান প্রধান দৈনিক ও টেলিভিশন মিডিয়াতেও জরিপে অভিবাসী প্রার্থীদের মধ্যে বাংলাদেশের প্রার্থীরা এগিয়ে। এরমধ্যে রয়েছেন বঙ্গবন্ধু নাতনি শেখ রেহানান কন্যা টিউলিপ সিদ্দিক এবং অন্য দুই নারী প্রার্থী রুশনারা আলী ও রূপা হক। লন্ডনের পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট তাদের প্রকাশিত এক প্রতিবেদনে লিখেছে, বর্তমান এমপি ও শ্যাডো মিনিস্টার রুশনারা আলী এবারও জয়ী হবেন এবং তিনি আরেকটি রেকর্ড করবেন বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে। পার্লামেন্টে প্রথম বাংলাদেশী বংশোদ্ভ’ত মন্ত্রী হওয়ার দ্বারগোড়ায় তিনি অবস্থান করছেন।