সংবাদ শিরোনাম
তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «   গ্রেফতার আতংকে পালিয়ে আছে সিলেটের আওয়ামী লীগের নেতারা :কার্যক্রম নিরব  » «   সিলেট সীমান্তে (১৯ বিজিবি) প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক  » «   স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন  » «   অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে-শায়খ জিয়া উদ্দীন  » «  

চসিক নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তার চাদরে ঢাকা নগরী

222ডেস্ক রিপোর্ট, সিলেটপোস্ট২৪ডটকম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ সব ধরণের নির্বাচনী সামগ্রী। এখন অপেক্ষা শুধু ভোটগ্রহণের। অন্যদিকে, ভোটগ্রহণকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ২০ হাজার পুলিশ-আনসার-র‌্যাব ও বিজিবি সদস্য নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে পুরো নগরী।

 

এবারের নির্বাচনে চট্টগ্রাম সিটি’র মোট ভোটার ১৮ লাখ ১৩ হাজার ৪শ’ ৪৯ জন। ২০১০ সালের নির্বাচনের চেয়ে এবার বাড়তি ভোটার দেড় লাখ। একইভাবে ভোট কেন্দ্র ৩৫টি বেড়ে দাঁড়িয়েছে ৭শ’ ১৯টি। আর বুথের সংখ্যা ৪ হাজার ৯শ’ ৬টি। আর এ জন্য প্রস্তুতিও শেষ করেছে নির্বাচন কমিশন।

 

চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আবদুল বাতেন বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের জন্য ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারগণ কেন্দ্রে কেন্দ্রে নিয়ে গেছেন। আমরা আশা করছি চট্টগ্রামে আবারও উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।’

 

এদিকে এবারের নির্বাচনে ৮৪ শতাংশ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। তাই সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে ১৭ হাজার পুলিশ ও আনসারের পাশাপাশি মোতায়েন থাকছে র‌্যাব-৭’র পুরো ইউনিট এবং ৩০ প্লাটুন বিজিবি। আর স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব থাকছে এক ব্যাটেলিয়ন সেনা সদস্য।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন, ‘প্রতিটি ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার পুলিশ এবং টহল পুলিশ থাকবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একটি করে র‍্যাব ও বিজিবির টহল টিম ভোটের দিন দায়িত্ব পালন করবে।’

 

এদিকে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ভোটগ্রহণের দিন সকাল থেকে ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

 

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র মাতাব্বর বলেন, ‘আকাশ আংশিক মেঘলা থাকবে। সাময়িকভাবে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

 

নির্বাচনে মেয়র পদে ১২ জন, ৪১টি সাধারণ কাউন্সিলর পদে ২শ’ ১৩ জন এবং ১‌৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১ জন প্রার্থী রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.