সংবাদ শিরোনাম
দোয়ারাবাজারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক  » «   সরকার দেশের কৃৃষি সেক্টরের উন্নয়ন ও কৃষি উৎপাদন কাজে অগ্রাধিকার দিয়েছে-সচিব ওয়াহিদা আক্তার  » «   দক্ষ আইনজীবী হতে হলে আইন চর্চার বিকল্প নেই” বিচারপতি এ.এস.এম. আব্দুল মোবিন  » «   ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে চুরের হিরিক পড়েছে- এসব দেখার যেন কেউ নেই!  » «   সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মনোনয়নপত্র দাখিল  » «   দোয়ারাবাজার সীমান্তে কিশোর গ্যাংয়ের উৎপাত!খাসিয়াদের গুলিতে আহত ১  » «   এইচএসসি সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬২%  » «   দোয়ারাবাজারে অটোরিকশাচাপায় শিশু শ্রেণির ছাত্রী নিহত  » «   দোয়ারাবাজারে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন অফিসার ইনচার্জ   » «   কুশিয়ারা নদী থেকে লুপাট হচ্ছে কোটি কোটি টাকার বালু! নদীর বাঁধ হুমকির সম্মুখীন  » «   জৈন্তাপুরে জমিসংক্রান্ত বিরোধে একজন নিহত  » «   সিলেটে আন্তঃনগর উপবন এক্সপেসে আগুন  » «   নগরীর টিভি গেইটে নিজ দলরে ক্যাডাররা কুপিয়ে খুন করেছে এক ছাত্রলীগের কর্মীকে  » «   জৈন্তাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন  » «   সর্বাত্মক হরতাল সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপির আহবান  » «  

চসিক নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তার চাদরে ঢাকা নগরী

222ডেস্ক রিপোর্ট, সিলেটপোস্ট২৪ডটকম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ সব ধরণের নির্বাচনী সামগ্রী। এখন অপেক্ষা শুধু ভোটগ্রহণের। অন্যদিকে, ভোটগ্রহণকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ২০ হাজার পুলিশ-আনসার-র‌্যাব ও বিজিবি সদস্য নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে পুরো নগরী।

 

এবারের নির্বাচনে চট্টগ্রাম সিটি’র মোট ভোটার ১৮ লাখ ১৩ হাজার ৪শ’ ৪৯ জন। ২০১০ সালের নির্বাচনের চেয়ে এবার বাড়তি ভোটার দেড় লাখ। একইভাবে ভোট কেন্দ্র ৩৫টি বেড়ে দাঁড়িয়েছে ৭শ’ ১৯টি। আর বুথের সংখ্যা ৪ হাজার ৯শ’ ৬টি। আর এ জন্য প্রস্তুতিও শেষ করেছে নির্বাচন কমিশন।

 

চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আবদুল বাতেন বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের জন্য ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারগণ কেন্দ্রে কেন্দ্রে নিয়ে গেছেন। আমরা আশা করছি চট্টগ্রামে আবারও উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।’

 

এদিকে এবারের নির্বাচনে ৮৪ শতাংশ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। তাই সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে ১৭ হাজার পুলিশ ও আনসারের পাশাপাশি মোতায়েন থাকছে র‌্যাব-৭’র পুরো ইউনিট এবং ৩০ প্লাটুন বিজিবি। আর স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব থাকছে এক ব্যাটেলিয়ন সেনা সদস্য।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন, ‘প্রতিটি ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার পুলিশ এবং টহল পুলিশ থাকবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একটি করে র‍্যাব ও বিজিবির টহল টিম ভোটের দিন দায়িত্ব পালন করবে।’

 

এদিকে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ভোটগ্রহণের দিন সকাল থেকে ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

 

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র মাতাব্বর বলেন, ‘আকাশ আংশিক মেঘলা থাকবে। সাময়িকভাবে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

 

নির্বাচনে মেয়র পদে ১২ জন, ৪১টি সাধারণ কাউন্সিলর পদে ২শ’ ১৩ জন এবং ১‌৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১ জন প্রার্থী রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.