নিজস্ব প্রতিবেদক, সিলেটপোস্ট২৪ডটকম : সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) এর অপসারণে তিন কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছে জৈন্তাপুর উপজেলার গ্রাহকরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে আয়োজিত এক মানববন্ধনে এ আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় সিলেট-তামাবিল সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়ারও হুমকি দিয়েছেন গ্রাহকরা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবুল কালাম আজাদ উপজেলার বিভিন্ন গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে উৎকোচ নেন। এনিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল হয়নি।
বিদ্যুগ্রাহক কুতুব আলীর আলীর সভাপতিত্বে ও শামীম আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সদস্য আবদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু হানিফ, মোবারক আলী, ইউছুফ আলী, হাবিবুর রহমান, আবুল আহমদ, ফারুক আহমদ, ইউপি সদস্যা রাধা রানী, আতাউর রহমান আতাই, আনোয়ার হোসাইন, কামাল উদ্দিন, সাইফুল আলম, বাহারুল আলম বাহার, মাহবুব আলম, এম ফয়জুল্লাহ প্রমুখ।