সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

৩০০ রানই যথেষ্ট!

image_1520_0স্পোটর্স ডেস্ক, সিলেটপোস্ট২৪ডটকম : বল সহজে ব্যাটে আসছে না, রান করাটা খুব কঠিন। তাই পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে প্রথম ইনিংসে তিনশ’ রানকেই যথেষ্ট মনে হচ্ছে মুমিনুল হকের।

মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ।

দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন সর্বোচ্চ ৮০ রান করা মুমিনুল। এই বাঁহাতি ব্যাটসম্যান জানান, দ্বিতীয় দিন যত বেশি সময় সম্ভব ব্যাট করতে চায় বাংলাদেশ।

“আমার তো মনে হয়, তিনশ’ রান হলেই যথেষ্ট। উইকেট বিচেনায় (এটা) মনে হয়েছে। আমাদের বোলিং আগের চেয়ে অনেক ভালো। আমরা যদি সঠিক লাইন-লেন্থে সুন্দরভাবে বল করতে পারি তাহলে তিনশ’ রানই যথেষ্ট হবে। এই উইকেটে ‘স্টাম্প টু স্টাম্প’ বল করলে অবশ্যই আউট হবে।”

১৯ রান নিয়ে অপরাজিত রয়েছেন সাকিব আল হাসান। নামার অপেক্ষায় আছেন তিন ব্যাটসম্যান মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও শুভাগত হোম চৌধুরী।

টানা ১০ টেস্টে অর্ধশতক করা মুমিনুল জানান, উইকেটে থাকলে রান করা সম্ভব হবে। কিন্তু প্রতিটি রানের জন্য লড়াই করতে হবে ব্যাটসম্যানদের।

“এই উইকেটে বেশি জোরাজুরি করলে রানও হবে না, বরং উইকেটও হারাব। তারচেয়ে ভালো হবে, টিকে থেকেই রান করার চেষ্টা করা।”

প্রথম দিন ওভার প্রতি মাত্র ২.৬২ গড়ে রান সংগ্রহ করে বাংলাদেশ। এতো মন্থর ব্যাটিংয়ের কোনো পরিকল্পনা তাদের ছিল না বলে জানান মুমিনুল।

“এই উইকেটে রান করাটা অনেক কঠিন। বল নিচু হয়, একটু দেরিতে আসে। উইকেটে টিকে থাকা যায়, তবে রান করাটা একটু কঠিন। সাকিব-তামিম ভাই ওয়ানডেতে অনেক আক্রমণাত্মক ব্যাটিং করেছে, তারাও (আজ) পারছিল না।”

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.