নিজস্ব প্রতিবেদক, সিলেটপোস্ট২৪ডটকম : সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের পাথরবাহী ট্রাকে গণডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে সড়কের গৌরিনগর অংশে ব্যারিকেড দিয়ে অন্তত ২০টি ট্রাকে ডাকাতি করে ডাকাতদল। ডাকাত দলের হামলায় এক চালক আহত হয়েছেন। ডাকাতির প্রতিবাদে রাত ৩টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে ট্রাক শ্রমিকরা।
পশ্চিম গোয়াইনঘাট আঞ্চলিক ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান জানান, রাত দেড়টার দিকে গৌরীনগরে সড়কে ব্যারিকেড দিয়ে একদল ডাকাত ট্রাকে ডাকাতির শুরু করে। ডাকাতদল অন্তত ২০টি ট্রাকের হামলা চালিয়ে চালকদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা লুটে নেয়। এসময় প্রতিরোধ করতে গিয়ে আলাউদ্দিন নামের এক চালক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলাউদ্দিন সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জের বাসিন্দা।
ডাকাতির প্রতিবাদে রাত ৩টা সকাল ১০টা পর্যন্ত ট্রাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। বুধবার সকাল ১০টায় সালুটিকর বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয়া হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টাকালে পুলিশ উপস্থিত হওয়ায় ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতের হামলায় এক চালক আহত হয়েছেন।