নিজস্ব প্রতিবেদক, সিলেটপোস্ট২৪ডটকম : বৃটিশ পার্লামেন্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (লিবডেম) এমপি প্রার্থী হিসাবে মনোয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর সিলেটের দক্ষিণ সুরমার আদি বাসিন্দা মো. সুলতান। আগামী ৭ মে অনুষ্টিতব্য বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে তিনি নর্থ ওয়েলসের গোয়েনেড আরবন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি লিবডেমের কার্ডিফের প্রধান কার্যালয় থেকে তাঁর এ প্রার্থীতা নিশ্চিত করা হয়েছে।
কাউন্সিলর মো. সুলতান নর্থ ওয়েলসের ব্যাংগর সিটিতে গত ৩৬ বছর থেকে বসবাস করছেন। দীর্ঘদিন থেকে বিভিন্ন সমাজসেবা ও রাজনীতির সাথে জড়িত। ২০১২ সালে মো. সুলতান ব্যাংগর সিটির গোয়েনেড এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি গোয়েনেড এন্ড এনজেন্সি লিবারেল ডেমোক্রেসী ও গ্রেস্টার সিলেট ডেপোলামেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে চ্যাস্টার এন্ড নর্থ ওয়েলস রিজিওনের ভাইস চেয়ারম্যান। এমপি প্রার্থী মো. সুলতান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের মোকামদোয়ার গ্রামের আদি বাসিন্দা।