প্রেসবিজ্ঞপ্তি : সিলেট মহানগর জাসদের সভাপতি এ্যাডভোকের জাকির আহমদ বলেছেন, শ্রমজীবি মেহনতি মানুষের রাজ কায়েমের লক্ষ্যে জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর জাসদের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগর জাসদের চৌহাট্টাস্থ অস্থায়ী কার্যালয়ে মহানগর জাসদের সভাপতি এডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেবের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবির, সমাজসেবা সম্পাদক সৈয়দ শাহজাহান, দফতর সম্পাদক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জেলা জাসদের সংখ্যালঘু বিষয়ক সম্পাদক অলক শ্যাম, মহনগর জাসদের সহ-সম্পাদক আলী আকবর, জহির রায়হান, আবদুল বাছির বাদল, জেলা জাসদের সদস্য হালিম আহমদ, সদর উপজেলা জাসদের আহবায়ক সৈয়দ মোজাফফর হোসেন, সদস্য আলতাফ হোসেন, মহানগর নেতা অপূর্ব কর সুমন, শহিদুল ইসলাম খোকন প্রমুখ।