প্রেসবিজ্ঞপ্তি : জৈন্তাপুরে সংযোগসহ গ্যাস প্রাপ্তির আন্দোলন জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় উপজেলার সারীঘাট দক্ষিণপারে কমিটি গঠন লক্ষে এলাকাবাসীর সাথে জৈন্তিয়া জনদাবী পরিষদ মতবিনিময় করে। সারীঘাট দক্ষিণপারে মদিনা মার্কেট প্রাঙ্গণে বিশিষ্ট মুরব্বী ফজলুর রহমানের সভাপতিত্বে ও সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বছর খানেক আগে প্রধানমন্ত্রী এক জনসভায় বলেছেন, যেসব উপজেলায় গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হবে বা আছে সে সব উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেয়া হবে। সে হিসেবে জৈন্তাপুর উপজেলার হরিপুরে ১৯৫৬ সালে দেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। এখনও দৈনিক ৫ কোটি টাকা মূল্যের গ্যাস জৈন্তাপুর থেকে জাতীয় গ্রীডে সরবরাহ হচ্ছে। কিন্তু জৈন্তাপুর উপজেলাবাসী সংযোগসহ গ্যাস প্রাপ্তি থেকে এখনও বঞ্চিত।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সিরাজুল হক সিরাই, আতিকুর রহমান, পাথর শ্রমিক সমিতির সম্পাদক আবদুর রব, নৌকা শ্রমিক সমিতির সভাপতি চেরাগ আলী, সোহেল আহমদ, জনদাবীর নেতা সাদ উদ্দিন, শ্রমিক নেতা আবদুল হান্নান ও এডভোকেট নাসির উদ্দিন।
মতবিনিময় সভায় সংযোগসহ গ্যাস প্রাপ্তির আন্দোলন জোরদার ও বেগবান করার লক্ষ্যে ফজলুর রহমানকে আহবায়ক এবং সিরাজুল হক সিরাই, আজিজুল হক চৌধুরী আনই ও শামীম আহমদকে যুগ্ম আহবায়ক এবং আতিকুর রহমান, ইমদাদুল হক, বাদল চরন পাল, আবদুর রহমান, আবদুল জলিল, আইউব আলী মেম্বার ও সোহেল আহমদকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট জৈন্তিয়া জনদাবী পরিষদের সারীঘাট আঞ্চলিক কমিটি গঠন করা হয়।