সিলেটপোস্ট রিপোর্ট : সিরিজের শেষ টেস্টের ২য় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৪৫০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ৫ উইকেটে ১০৭ রানে দিনশেষ করেছে স্বাগতিকরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে আজহার আলীর ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৫৭ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
মিরপুরে টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। এদিন কোনো রান যোগ না করেই সাকিবের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিসবাহ। এরপর আজহারকে ভালোই সঙ্গ দেন আসাদ। টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন আজহার। অন্য প্রান্তে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন আসাদ। এরপর আজহারকে ব্যক্তিগত ২২৬ ও আসাদ শফিককে ব্যক্তিগত ১০৭ রানে সাজঘরে পাঠান শুভাগত হোম।
পরে তাইজুলের বলে একে একে মাঠ ছাড়েন ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ। এরপর দলীয় ৫৫৭ রানে পাকিস্তান তাদের ইনিংস ঘোষণা করলে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে, স্বাগতিকদের শুরুটাও ভালো হয়নি। দলীয় ৩৮ রানেই তামিম ও মমিনুলকে হারিয়ে বিপাকে পড়ে তারা।
এরপর ইয়াসির শাহ ও ওয়াহাব রিয়াজের বোলিং তোপের সামনে মাহমুদুল্লাহ, ইমরুল ও মুশফিকরা বেশিক্ষণ টিকতে না পারায় দলীয় ১০৭ রানেই ৫ উইকেট হারিয়ে দিনশেষ করে বাংলাদেশ।