সিলেটপোস্ট রিপোর্ট : সারাদেশের ন্যায় সিলেটেও পলিত হয়েছে বিশ্ব রেডক্রস ও বিশ্ব রেডক্রিসেন্ট দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় (Our Principlesin Action)। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট বিভিন্ন কর্মসূচী পালন করে। শুক্রবার সকালে নগরীর শারদা হলে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের করা হয়। পরে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর উদ্যোগে সারর্দহল থেকে র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টস্থ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গগল হাসপাতালে গিয়ে শেষ হয়। র্যালী শেষে হাসপাতাল হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য সাইদুর রহমান খোকনের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তপাদার বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে । বাংলাদেশেও রেডক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিপন্ন মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে । জরুরি ত্রাণ, দুর্যোগ সাড়াদান প্রস্তুতি, ঝুঁকি ব্যবস্থানা, স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি, যুব রেডক্রিসেন্ট কার্যক্রমসহ বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে এ সোসাইটি বাংলাদেশে এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে । তিনি বলেন রেডক্রিসেন্টের মাধ্যমে মানুষকে আরও বেশি সেবা দিয়ে মানবতাকে সম্ন্নুত রাখতে হবে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী আবদুর রহমান জামিল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জীবন সদস্য মালিক হেসেন ইজ্জাত।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সদস্য মো. কামাল আহমদ, সদস্য শোয়েব আহমদ, সদস্য গৌতম চক্রবর্তী, জীবন সদস্য লোকমান আহমদ, জামেয়া ইসলামি স্কুল এন্ড কলেজের শিক্ষক গুলজার আহমদ চৌধুরী, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোরশেদা রহমান চৌধুরী, জীবন সদস্য আব্দুল হান্নান সেলিম, আসহাব উদ্দিন লিটু, হাবিব ব্যাংকের লিমিটেড এর ম্যানেজার মো: আলতাফ, জীবন সদস্য নাজমা খাতুন চামেলি, দেলওয়ার হোসেন রাজা, কিশোর ভট্টাচার্য জনি, মুজাহিদুল ইসলাম ভূইয়া, সাবেক যুব প্রধান শাহ মিনহাজ রহমান, সাবেক যুব সদস্য জাবির আহমদ নোমান, জীবন সদস্য আনোয়র হোসেন, মুফতি আব্দুল খাবির, এডি মো: আলা উদ্দিন, যুব প্রধান সায়মন মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নুরজাহান উইমেন্স মেমোরিয়া ডিগ্রি কলেজের শিক্ষক শুভল চন্দ্র দাস ও শ্রেষ্ঠ প্রতিষ্টান হিসেবে স্কুলার্স হোম পাঠানটুলা শাখার শিক্ষকের হাতে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।