নিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক, বিজ্ঞান লেখক, মুক্তমনা ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট নগরীতে বুধবার অর্ধাবেলা হরতাল আহবান করেছে গণজাগরণ মঞ্চ, সিলেট। মঙ্গলবার দুপুরে ওসমানী হাসপাতালে সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু প্রেবব্রিফিংয়ে এই হরতালের ঘোষণা দেন। গণজাগরণ মঞ্চের হরতালে সমর্থন দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট এবং উপস্থিত সিলেটের সাহিত্য ও সংস্কৃতি কর্মীরা। প্রেস ব্রিফিংয়ে দেবাশীষ দেবু অভিযোগ করে বলেন, ‘একের পর এক মুক্তচিন্তার মানুষদের হত্যা করা হচ্ছে। কিন্তু প্রশাসন কোন পদক্ষেপই নিচ্ছে না। এভাবে একের পর এক হত্যাকান্ড ঘটতে থাকলে বাংলাদেশ বসবাসের অনুপযোগি হয়ে পড়বে।’
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সুবিদবাজারস্থ নুরানী ১২/১৩ বাসা থেকে জাউয়াবাজাররস্থ পূবালী ব্যাংক শাখায় যাওয়ার জন্য রওয়ানা দেন অনন্ত বিজয় দাশ। বাসার প্রায় একশ গজ যাওয়ার পর সুবিদবাজার দিঘীরপাড়ে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।