প্রেস বিজ্ঞপ্তি:বিশ্বনাথ ও ওসমানীনগরে জাপা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে। এই দেশের উন্নয়নে জাতীয় পার্টির ভূমিকাও কম নয়। জাতীয় পার্টির অতীত ইতিহাস শুধু উন্নয়নের। তাই বর্তমানে সরকারের সকল উন্নয়নে জাতীয় পার্টির অবদান রয়েছে। আমরা শুধু বিরোধীদল নয় সরকারের উন্নয়নের সাথী। তিনি বলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর কাজকে মূল্যায়ন করে নেতাকর্মীরা তাঁর পাশে থেকে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টি বিরোধীদলে থাকতে চায়না জনগনের কল্যাণে সরকার গঠন করতে চায়। তাই নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি গত শুক্রবার সিলেট সার্কিট হাউসে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টি নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জাপার আহবায়ক শিতাব আলী, ওসমানীনগর উপজেলা জাপার সহ-সভাপতি আশরাফ মিয়া সিরাজ, বিশ্বনাথ উপজেলা জাপার যুগ্ম আহবায়ক একেএম দুলাল, সুমন আহমদ সুনন, ওসমানীনগর উপজেলা জাপা নেতা সৈয়দুল ইসলাম সৈয়দ, লুৎফুর রহমান ফয়ছল, যুব-সংহতির আহবায়ক আশিক মিয়া, বিশ্বনাথ যুব-সংহতির আহবায়ক নাসির, ওসমানীনগরের যুগ্ম আহবায়ক মো. মুকিত মিয়া, আব্দুস শহীদ, যুব-সংহতি নেতা নূরুল ছাদিক, রুবেল মিয়া, লাল মিয়া, জাহেদ মিয়া প্রমুখ।
জাতীয় পার্টি জনগনের কল্যাণে আগামীতে সরকার গঠন করতে চায়
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৬, ২০১৫ | ২:৩৯ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »