সিলেটপোস্টরিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমোবেশে ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতরা হলেন রিমন (১৮) ও তুহিন (২০), ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশের আয়োজন করে। দুপুরের পর থেকে ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ইউনিট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করে। বেলা ৩টার দিকে গাজীপুর, নারায়ণগঞ্জ, তেজগাঁও শিল্পাঞ্চল ও দনিয়া কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশে বসার জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।