সিলেটপোস্টরিপোর্ট: এখন লিগটা শেষ হলেই বাঁচেন পেপ গার্দিওলা। বুন্দেসলিগার টানা তিন ম্যাচে তার দল হারলো। বায়ার্ন মিউনিখ এই হারের ধারাবাহিকতা তৈরি করার আগেই জিতে নিয়েছে লিগের শিরোপা। নইলে যে কি হতো! সমালোচনার মুখে পড়া বায়ার্ন কোচ গার্দিওলা এখন লিগ শেষ করার ভাবনা নিয়েই ঘুরছেন, “চ্যাম্পিয়নশিপ জেতার পরের ম্যাচগুলো সহজ হয় না। আমাদের আর এক ম্যাচ বাকি। তারপরই ছুটি।”
ছুটির অপেক্ষায় এখন বায়ার্ন। ফ্রেইবার্গের মতো দল যারা রেলিগেশন এড়াতে লড়ছে তাদের বিপক্ষেও ২-১ গোলে হারতে হয়েছে। এটা লজ্জার। চ্যাম্পিয়নদের সেই লজ্জার মধ্যে পড়তে দেখে গার্দিওলা বুঝে নিচ্ছেন, জয়ের নেশাটা হারিয়ে গেছে। ফাইটিং স্পিরিটটাই উধাও। পেছন থেকে উঠে এসে জিতেছে ফ্রেইবার্গ। ৮৯ মিনিটের গোলে জিতেছে তারা। কোচকে তাই বলতে হচ্ছে, “প্রতিপক্ষ দলকে অভিনন্দন। ফ্রেইবার্গ আমার দলের চেয়ে বেশি ম্যাচ জেতার ইচ্ছে দেখিয়েছে। তারা রেলিগেশন এড়াতে লড়ছে। জয়টা তাদের খুব দরকার। বার্সেলোনার বিপক্ষের ম্যাচের মতো এবারও শেষ দিকে গোল খেলাম আমরা।”
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের কথাই বলেছেন গার্দিওলা। ওই ম্যাচে স্টপেজ টাইমে গোল করেছিলেন নেইমার। ম্যাচটি ৩-০ তে হেরেছিলো বায়ার্ন। পরে দ্বিতীয় লেগে ৩-২ গোলের জয় পেলেও গোল ব্যবধানে বায়ার্নকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে বার্সেলোনা।