সিলেটপোস্টরিপোর্ট:বন্ধুদের দুষ্টামিতে প্রাণ হারাল ৭ম শ্রেণীর মেধাবী ছাত্র হৃদয় মিয়া। সে রংপুর উপজেলার চৈত্রকোল পুত্রিপাড়া গ্রামের আসাদুজ্জামান মিয়ার একমাত্র পুত্র। রোববার সকালে পুকুর থেকে হৃদয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকালে হৃদয় তার বন্ধুদের নিয়ে চৈত্রকোল স্কুল মাঠে খেলছিল। খেলা শেষে সহপাঠিরা স্কুলের পাশ্ববর্তী এক পুকুরে গোসল করতে নামে। হৃদয় সাঁতার জানেনা হেতু পুকুরের পাড় থেকেই বন্ধুদের সাঁতার ও লাফা-ঝাপা উপভোগ করছিল। এরই মধ্যে হৃদয়ের ২/৩ জন বন্ধু পিছন দিক থেকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। তারা জানতো না যে সে সাঁতার জানে না। একপর্যায়ে গোসল শেষে বন্ধুরা সবাই বাড়ি ফিরলেও হৃদয় বাড়ি ফিরেনি। অনেক খোঁজা-খুঁজির পর সকালে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে টুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাবা আসাদুজ্জামান ও মা মোর্শেদা বেগম বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
স্কুল ছাত্রের প্রাণ গেল দুষ্টামিতে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৭, ২০১৫ | ৬:৪১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »