সিলেটপোস্ট রিপোর্ট : ভারত সিরিজের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হচ্ছে কাল থেকে। তার আগে ক্রিকেটাররা ব্যস্ত ব্যক্তিগত প্রস্তুতি ও ফিজিক্যাল ট্রেনিং। সকালে শেরেবাংলা স্টেডিয়ামের পাশে একাডেমির জিমে গেলেই মিলবে ক্রিকেটারদের দেখা। কে নেই সেখানে? তামিম, ইমরুল, এনামুল, মমিনুল, সৌম্য, মাহমুদউল্লাহ, নাসির, শুভগত হোম, রুবেল, শফিউল, তাইজুল, শহীদ তাসকিনসহ সবাই। কেউ ওয়েট ট্রেনিংয়ে ব্যস্ত। কেউ মাসল সুগঠিত করার কাজে মনোযোগী। কেউবা স্কিপিং করছেন। বুধবার থেকে স্ট্রেংথ-কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের অধীনে ফিজিক্যাল ট্রেনিং শুরুর আগে ক্রিকেটাররা নিজেদের উদ্যোগে জিমওয়ার্ক শুরু করেছেন। ফিটনেস ট্রেনিং চলবে সপ্তাহখানেক।
সামনের দিনগুলোয় টানা ক্রিকেট। প্রথমে ভারত। পরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ। ৭ জুন চলে আসবে ভারত। প্রথমে একমাত্র টেস্ট। তারপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। জুনের তৃতীয় সপ্তাহে ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের ঠিক চার দিন বিরতিতে চলে আসবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে পুরোদস্তুর সিরিজ জুলাইয়ের পুরোটাজুড়ে। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টুয়েন্টি। টানা খেলায় অবশ্যই শারীরিক শ্রম লাগবে। কাজেই বাড়তি ফিটনেসের প্রয়োজন আছে সবার।