সিলেটপোস্ট রিপোর্ট : প্রথমবারের মতো দেশে ট্রাফিক সার্জেন্ট পদে নারীদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ বিভাগ। তবে এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই শিক্ষানবিস সময় পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। তালাকপ্রাপ্ত কোনো নারীকে এ পদে নেওয়া হবে না। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে নারীদের সার্জেন্ট পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার মোসলেউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দেশে সার্জেন্ট পদে কোনো নারী সদস্য কর্মরত নেই। ফলে অনেক নারী যাত্রী ও চালকদের তল্লাশি ও দেখভাল করতে অসুবিধা হয়। তাই এ পদে নারী সদস্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নারী-পুরুষ মিলে কাজ করলে ট্রাফিক বিভাগে কাজের গতি বাড়বে।
মোসলেহউদ্দিন আহমেদ জানান, পুলিশ বাহিনীর সার্জেন্টের শূন্য পদের (পুরুষ/নারী) বিপরীতে নিয়োগের জন্য ইতোমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সার্জেন্ট পদে নারীদের নিয়োগের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন বিভাগ ও জেলার প্রার্থীদের শারীরিক মাপ নেওয়া হবে। এ প্রক্রিয়া চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। শারীরিক ফিটনেস পরীক্ষার কাজ শেষ হলে লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। এরপরই চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজারবাগ পুুলিশ লাইনে ঢাকা বিভাগের প্রার্থীদের, ২৮ সেপ্টেম্বর রাজাবাগ পুলিশ লাইনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীদের, একই স্থানে ২৯ সেপ্টেম্বর রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থীদের এবং ৩০ সেপ্টেম্বর খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৯ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন, সাধারণ জ্ঞান, পাটিগণিত ও মনস্তত্ত্ব বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং মোটরসাইকেল চালনায় দক্ষ ও কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে।