সংবাদ শিরোনাম
নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১-আহত ৫  » «   নবীগঞ্জে আগুনে পুড়ে ১টি বসত ঘর ছাই! প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি  » «   সিলেটে হিটস্ট্রোকে শফিকুল ইসলাম নামে এক পথচারি মারা গেছেন  » «   সাংবাদিকের উপর হামলা: চেয়ারম্যান কারাগারে  » «   সিলেটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ  » «   সুনামগঞ্জের ডলুরায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন  » «   তিন দিনের সফরে সিলেট আসছেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী  » «   সিসিকের হোল্ডিং ট্যাক্স সাধারণ মানুষের উপর ‘মরার উপর খাড়ার ঘা’-সিলেট জেলা বিএনপির   » «   প্রেমের টানে চলে আসা দুই সন্তানের জননী খাসিয়া নারীকে ভারতে ফেরত  » «   সিলেটে বিএনপির আরো ১৫ নেতা-নেত্রী বহিস্কার  » «   হুট করেই ছুটি বাতিল করায় পক্ষে বিপক্ষে শনিবারের ক্লাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া।  » «   মহান মে দিবসে সিলেট সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালি  » «   উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জে রলাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের  » «   নগরের হাজারিবাগ এলাকার পেছনের মাঠ থেকে উত্তরপূর্ব পত্রিকার আমিতের মরদেহ উদ্ধার  » «   কাউন্সিলর রফিক ও রাসনা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় নাটক সাজাচ্ছেন-মেয়র মুহিবুর  » «  

শেখ হাসিনাকে কলকাতার ব্লগারদের চিঠি

0097সিলেটপোস্ট রিপোর্ট : বাংলাদেশে ব্লগার ও লেখকদের হত্যার বিচারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দিয়েছেন কলকাতার ব্লগার ও লেখকরা। মঙ্গলবার কলকাতাভিত্তিক ব্লগার অরিন্দম চ্যাটার্জি বার্তা সংস্থা আইএএনএসকে এ কথা জানিয়েছেন।

অরিন্দম বলেন, আমরা আশা করি, সরকার (বাংলাদেশ) কঠোর পদক্ষেপ নেবে। বিশ্বের সবাই ন্যায়বিচার দাবি করছে, আমাদেরও দাবি সেটা।

সোমবার বাংলাদেশে ব্লগার হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ব্লগার, লেখকসহ প্রায় ৫০০ বিক্ষোভকারী অংশ নেন। তিন ব্লগারকে হত্যার পরিপ্রেক্ষিতে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তাঁরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

অরিন্দম আইএএনএসকে বলেন, আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সঙ্গে ব্লগার, লেখক যে-ই হোক না কেন, স্বাধীন মত প্রকাশের জন্য তাঁর পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।

অরিন্দমের নেতৃত্বে ব্লগার-লেখকরা কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে স্মারকলিপি দেন।

তিনি জানান, নিহত ব্লগারদের পরিবার ও বন্ধুদের স্মারকলিপিতে সমবেদনা রয়েছে। সমাজের সর্বস্তরের মানুষ স্মারকলিপিতে সই করেছেন।

গত ১২ মে সিলেটে বাসা থেকে অফিসে যাওয়ার সময় ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন। মুক্তমনা ব্লগে লেখালেখি করতেন।

গত মার্চে আরেক ব্লগার ওয়াশিকুর রহমানকে ঢাকায় একইভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা।

এর আগে ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একইভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে। এতে গুরুতর হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.